প্রলাপ বকা পাগল আর ভবঘুরে পথিকের টহল।
সম্মত বন্দিশালায়, সংযত, চরে বেড়ানো নাবিক।
ভবঘুরেদের আস্তানায়, ডাকাতের সম্মেলন।
হারাবার নেই কিছু, চুরি করে এসেছিল ক্ষমতায়।
সত্যের মৃত্যুদন্ড দেয় মানবতাবিরোধী, ধর্ষণ মামলায়।
চারিদিকে ঘিরে আছে, রক্তখেকো হায়েনারা।
সব কাঁটা সরে গেলে, সবকিছু নেবে কেড়ে।
পাগলের দৌড় কতদূর, শুধু হেলান দিয়ে ক্ষমতা।